লালমনিরহাটে আদিতমারী উপজেলার রইচব্যাগ রেলস্টেশনে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে লিটন হোসেন (৩৫) নামে এক সহকারী ট্রেন চালক আহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে লালমনিরহাট-আদিতমারী উপজেলার রইজব্যাগ রেলস্টেশনের কাছে এ পাথর নিক্ষেপের ঘটনা ঘটে।
এতে ইঞ্জিনের গ্লাস ভেঙে সহকারী ট্রেন চালক লিটন হোসেন মুখে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। আহত লিটন হোসেনকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লালমনিরহাট রেলওয়ে অফিস সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টায় বুড়িমারী থেকে ডাউন ৪৫৫ নং লোকাল ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশে ছেড়ে যায়। সকাল ১০টার দিকে রইচবাগ রেল স্টেশনের নিকট পৌঁছলে হঠাৎ করে ইঞ্জিনে উপর্যুপরি কয়েকটি পাথরের ঢিল পড়ে। এ সময় একটি পাথরের আঘাতে ইঞ্জিনের কাঁচ ভেঙে যায়। এতে সহকারী ট্রেন চালক লিটন হোসেন মুখে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। পরে ১০ মিনিট অপেক্ষা করার পরে আবারও ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশে ছেড়ে যায়।
ট্রেনযাত্রী ও লালমনিরহাট সরকারি কলেজের ছাত্র ইমরান হোসেন বলেন, রইচবাগ রেলস্টেশনের কাছে পৌঁছলে কে বা কারা ইঞ্জিনে পাথর নিক্ষেপ করে। এতে ট্রেনটি দাঁড়িয়ে যায়। পরে ট্রেন চালককে আহত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল আলম দোলন বলেন, ট্রেন চালক লিটন মুখে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লালমনিরহাট রেলওয়ে থানার (ওসি) ফেরদৌস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধী শনাক্তের চেষ্টা চলছে। ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনাটি দুঃখজনক। পাথর নিক্ষেপ বন্ধে বিভিন্ন সময় জনসচেতনতা ও সতর্কতামূলক প্রচারণা অব্যাহত রয়েছে। তারপরও দুর্বৃত্তরা থামছে না।
বিডি প্রতিদিন/আবু জাফর