ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাড়ে ২৬ কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ সাড়ে ৫ হাজার টাকা তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। গত মঙ্গলবার রাতে পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় মাদকবহনকারী একটি ট্রাক ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
মাদক ব্যবসায়ীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মো. মামুন মিয়া-(৪০), বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মো. শরীফ-(২১) ও মো. রিপন মিয়া (১৯)।
গতকাল বুধবার র্যাব ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ভৈরব ক্যাম্পের অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র্যাব সদস্যরা মঙ্গলবার রাতে আশুগঞ্জ উপজেলা এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ সাড়ে ৪ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী মামুন মিয়াকে গ্রেফতার করে। এ সময় মাদক বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়।
অপর অভিযানে ৬ কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ ১ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী শরীফ ও রিপন মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক বহনকারী একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসা করার কথা স্বীকার করেছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিনিধি/ফারজানা