নীলফামারীতে করোনা প্রতিরোধে সচেতনতা কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। বুধবার বেলা ১১টার দিকে সচেতনতামূলক শোভাযাত্রা ও মাস্ক বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু করে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের সময় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
কর্মসূচিতে অংশ নেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর্জা মুরাদ হাসান বেগ, অতিরিক্ত পুলিশ সুপার এএসএম মুক্তারুজ্জামান ও জেলা তথ্য কর্মকর্তা প্রকাশ চন্দ্র রায় প্রমুখ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম জানান, করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওই প্রচারাভিযান চলমান থাকবে। পাশাপশি স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে বৃহস্পতিবার থেকে জেলার ছয় উপজেলায় আইন প্রয়োগের কার্যক্রম শুরু করা হবে।
বিডি প্রতিদিন/এমআই