বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজের ১২ ঘণ্টা পরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম মো. হাবিবুল্লাহ হাওলাদার (১৮)।
আজ বুধবার সকালে মধ্য বিশারীঘাটা গ্রামের কৃষক আউয়াল হাওলাদার নিজ বাড়ির বাগানে তার ছেলের মরদেহ পড়ে থাকতে দেখেন।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাবিবুল্লাহ তার মায়ের সাথে কথা বলে ঘর থেকে বের হয়ে যায়। ১২ ঘণ্টা নিখোঁজ থাকার পরে আজ সকালে বাগানে তার মৃতদেহ পাওয়া যায়।
এ বিষয়ে আউয়াল হাওলাদার বলেন, সারারাত খুঁজে হাবিবুল্লাহর কোনো সন্ধান পাইনি। আজ সকালে দেখি বাগানে পড়ে আছে। গলায় ফাঁস লাগানো। এ বিষয়ে থানার ওসি (তদন্ত) তুহিন মন্ডল বলেন, হাবিবুল্লাহর মৃত্যুর সঠিক কারণ জানার জন্য তার লাশ উদ্ধার করে পোস্টমর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর