চুয়াডাঙ্গার দর্শনা রেলবন্দরে আমদানি করা গম লুট করতে এসেছিলেন চোররা। পরে নিরাপত্তাকর্মীরা বিষয়টি টের পেলে তিন রাউন্ড ফাঁকা গুলি করে। এতে কেউ হতাহত হয়নি। তবে প্রতিরোধের মুখে লুট করা গমের বস্তা ফেলে পালিয়েছে চোরচক্র। মঙ্গলবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
দর্শনা রেলবন্দর কর্তৃপক্ষ জানায়, ভারত থেকে আমদানি করা বিপুল পরিমাণ গম দর্শনা রেলবন্দরে মজুদ করা ছিল। মঙ্গলবার রাতে ২০-২৫ জনের একটি চোরচক্র দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রেলের ওয়াগন ভেঙে গম লুট করতে থাকে। এসময় রেলওয়ের নিরাপত্তাকর্মীরা তাদের প্রতিহত করতে গেলে চোরচক্র তাদের ওপর চড়াও হয়। পরে চোরচক্রকে ছত্রভঙ্গ করতে ৩ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে নিরাপত্তাকর্মীরা। এসময় লুট করা ৭ বস্তা গম ফেলে পালিয়ে যায় চোররা। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দর্শনা সার্কেলের ইনচার্জ ইন্সপেক্টর হাসান শিহাবুল ইসলাম জানান, জানমাল রক্ষার্থে ৩ রাউন্ড গুলি চালানো হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি। বিষয়টি দর্শনা থানা পুলিশকে জানানো হয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়। চোরচক্রের সদস্যদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই