কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের পুরাতন বাসস্ট্যান্ড মাঠের পাড় এলাকা থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে অর্থ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেদুল হাসানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।
ওই বালু ব্যবসায়ী কুড়িগ্রাম শহরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা আপেল মাহমুদকে ৫০ হাজার জরিমানা করা হয়। ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ভ্রাম্যমান আদালত এ অর্থদন্ডাদেশ প্রদান করেন বলে জানান উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান। এসময় সদরের সহকারী কমিশনার (ভূমি) ও সদর থানার এএস আই আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ