বরিশাল বিভাগীয় কবুতর রেস প্রতিযোগিতার ২য় ক্লাব রেস অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে রাজবাড়ীর ধাওয়াপাড়া থেকে বরিশাল পর্যন্ত ১৪৫ কিলোমিটার আকাশ দূরত্বে এই প্রতিযোগিতার বরিশাল পিজিওন রেসিং ক্লাবের ৫ জন ফেন্সিয়ারের ৩৯ টি কবুতর অংশ নেয়।
এর অংশ হিসেবে সকাল ৮টা ৬ মিনিটে রাজবাড়ীর ধাওয়াপাড়া ফেরিঘাট থেকে কবুতর ছাড়া হয়। ৯টা ৫৪ মিনিটে মীর ওয়াহিদুর রহমানের একটি কবুতর বরিশাল নগরীর সদর রোডের নিজ লফটে প্রবেশ করে ১ম স্থান অধিকার করে। এছাড়া মীর ওয়াহিদুর রহমানের অপর এক কবুতর দ্বিতীয় স্থান অধিকার করে। অন্যান্যের মধ্যে সৈয়দ রেজাউল কবির, হাজী সোহেল, মো. তৌহিদ ও মো. সিরাজের কবুতর এই প্রতিযোগিতায় অংশ নেয়।
পাবনার চাটমোহর থেকে ২০০ কিলোমিটার দূরত্বের পরবর্তী রেস অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। বরিশাল বিভাগীয় কবুতর রেস প্রতিযোগিতা আয়োজক কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন