জাতীয় ভোটার দিবস ২০২২ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম র্যালির নেতৃত্ব দেন।
সহকারি কমিশনার (ভূমি) মো. আলী হাসান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা পুতুল, নির্বাচন কর্মকর্তা মো. মোস্তফা কামাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান, মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল