ফরিদপুরের ভাঙ্গায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন এক আইনজীবী। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে ভাঙ্গা উপজেলার কোর্ট পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার হওয়া আইনজীবীর নাম শাহ নেওয়াজ হাসান (৩৬)। তিনি ভাঙ্গা পৌরসভার সোনাখোলা মহল্লার বাসিন্দা এবং ভাঙ্গা পৌর কৃষকলীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্ল্যার সমর্থক হিসেবে পরিচিত শাহ নেওয়াজ হাসান।
এ মামলার বাদী মেহেদী পারভেজ (৪৫)। তিনি ভাঙ্গার আলগী ইউনিয়নের বড়দিয়া গ্রামের বাসিন্দা। তবে বর্তমানে তিনি ভাঙ্গা কোর্ট পাড় এলাকায় বসবাস করেন। মেহেদী পারভেজ ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সাংসদ মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনের সমর্থক হিসেবে পরিচিত।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন খান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে ভাঙ্গা কোর্ট পাড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আইনজীবী শাহ নেওয়াজ হাসানকে। শুক্রবার ওই আইনজীবীকে আদালতে সোপর্দ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই