দরিদ্র ও হতদরিদ্র মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর লক্ষ্য নিয়ে ‘দিনাজপুর ব্লাড ফাউন্ডেশনের’ আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। প্রায় ৩ হাজার স্বেচ্ছাসেবী দুই বছর ধরে বিনামুল্যে মুমূর্ষু রোগীদের রক্ত দান করছেন। এরই মধ্যে প্রায় দেড় রোগীকে বিনামুল্যে রক্ত দেওয়া হয়েছে বলে দাবি করেছেন সংগঠকরা।
রক্তের প্রয়োজনে যোগাযোগ করার জন্য তাদের ‘দিনাজপুরের খবরাখবর’ নামের একটি অনলাইন পেইজ আছে। মুমূর্ষু রোগীর স্বজনরা যোগাযোগ করলেই ফাউন্ডেশনের সদস্যরা তাদের কাছে ছুটে যান।
আজ শুক্রবার দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে অনলাইন দিনাজপুরের খবরাখবর ও স্বেচ্ছাসেবী গ্রুপ দিনাজপুর ব্লাড ফাউন্ডেশনের আয়োজনে স্বেচ্ছাসেবীদের নিয়ে আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শচিন চাকমা।
শচিন চাকমা বলেন, ‘রক্ত দান হলো সবচেয়ে বড় দান। দিনাজপুর ব্লাড ফাউন্ডেশনের রক্ত দান এ কর্মসূচির ফলে শত শত মানুষকে রক্ষা করা সম্ভব হবে। মৃত্যুর হার কমবে। শিশুরা সহায়তা পাবে।’
শাহারিয়ার শহিদ মাহবুব হিরুর সভাপতিত্বে ও অনলাইন দিনাজপুরের খবরাখবর ও স্বেচ্ছাসেবী গ্রুপ ব্লাড ফাউন্ডেশনের মডারেটর লুবনা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ দিজেন্দ্র চন্দ্র বর্মন, দিনাজপুর পৌরসভার কাউন্সিলর সংস্থার সভাপতি জিয়াউর রহমান নওশাদ, ব্লাড ফাউন্ডেশনের সভাপতি রবিউল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক আবির হোসেন বিপ্লব, সহ-সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।
সংগঠনের সভাপতি রাজু জানান, ‘দিনাজপুরের ১৩টি উপজেলা নিয়ে তাদের এই অনলাইন ‘দিনাজপুর ব্লাড ফাউন্ডেশন।’
বিডি প্রতিদিন/নাজমুল