টাঙ্গাইলের সখীপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দ।
এদিন দুপুর ১২টার দিকে সখীপুর থানা পুলিশের আয়োজনে থানা ক্যাম্পাসে কেক কাটেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম, এসআই মো. মনিরুজ্জামান, সাংবাদিক মোজাম্মেল হক সজল, সাইফুল ইসলাম সানিসহ অন্যান্য কর্মকর্তারা। এছাড়া দুপুরে থানা মসজিদে মিলাদ মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই