বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে তথ্য সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধনী সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সদস্য সচিব মীর জাহিদুল কবির, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিপু, কেএম শহিদুল্লাহ, শাহ্ আমিনুল ইসলাম, মাকসুদুর রহমান মাকসুদ, সাইফুল আহসান আজিম এবং আবুল কালাম আজাদ, কোতয়ালী বিএনপি সভাপতি কাজী এনায়েত হোসেন বাচ্চু, খন্দকার আবুল হোসেন লিমন, কামরুল হাসান রতন ও সাজ্জাদ হোসেনসহ প্রমুখ।
সভায় জানানো হয়, আগামী ২০ মার্চ দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতিতে এক সমাবেশের মাধ্যমে তথ্য সংগ্রহ ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হবে। সমাবেশ সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
প্রস্তুতি সভার শেষ দিকে মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মনিরুল আহসান মনিরের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল