কিশোরগঞ্জে পৃথক তিনটি অভিযানে ৩০৭০ পিস ইয়াবা ও ১০ কেজি গাঁজাসহ ছয়জনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অভিযান চালায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় ১৪৭০ পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোন সেটসহ দুজনকে গ্রেফতার করে। তারা হলেন বাজিতপুর উপজেলার বড়মাইল পাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে হুসাইন (৩৫) ও একই উপজেলার সাতুরা দক্ষিণ পাড়া গ্রামের মৃত নিজাম মিয়ার ছেলে জাকির হোসেন (৩৪)।
অপরদিকে দুপুর দেড়টার দিকে র্যাবের অপর একটি দল কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় অভিযান চালিয়ে ১৬০০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন সেটসহ দুজনকে গ্রেফতার করে। তারা হলেন কিশোরগঞ্জ শহরের চর শোলাকিয়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে ফজলুর রহমান (৩৫) ও বত্রিশ এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে শাহ আলম (৩০)।
এদিকে দুপুর আড়াইটার দিকে র্যাবের অপর একটি দল কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কমলপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও তিনটি মোবাইল ফোন সেটসহ দুজনকে গ্রেফতার করে। তারা হলেন ভৈরবের কমলপুর এলাকার মৃত আলী হোসেনের ছেলে তহিদুল হোসেন (৩০) ও ভৈরবপুর এলাকার মৃত হেকিম মিয়ার ছেলে রশিদ মিয়া (৬৫)।
র্যাবের কোম্পানী অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার বিএন এম শোভন খান গ্রেফতার ছয়জনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ