নীলফামারীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী’ মেলা। বৃহস্পতিবার বিকালে শহরের শহিদ মিনার চত্বরে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
বক্তৃতা দেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, সিভিল সার্জন জাহাঙ্গীর কবীর, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বেগ। সপ্তাহব্যাপী মেলাটি আগামী ২৩ মার্চ সন্ধ্যায় শেষ হবে।
মেলায় উন্নয়নের চিত্র নিয়ে অংশগ্রহন করেছে ৪০টি সরকারি বেসরকারি দপ্তর। অনেক দপ্তর সাধারণ মানুষকে সেবা প্রদানের কাজ করছেন ওই মেলায়। জেলা স্বাস্থ্যবিভাগকে দেখা গেছে করোনা প্রতিরোধের টিকা প্রদান ও ডায়াবেটিক পরীক্ষার করতে।
বিডি প্রতিদিন/এএ