জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পিরোজপুর জেলা আওয়ামী লীগ জনসভা করেছে।
বৃহস্পতিবার বিকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর ১ আসনের সাবেক সাংসদ এ. কে. এম. এ. আউয়ালের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীন, তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন, রেজাউল করিম শিকদার মন্টু, আক্তারুজ্জামান মানিক, সাদউল্লাহ লিটন, ইরতিজা হাসান রাজু, মাসুদ আহমেদ রানা, সুমন সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন- বঙ্গবন্ধু ছিলেন বলেই আমরা স্বাধীনতা পেয়েছি। বঙ্গবন্ধু সেদিন একটি সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তি তা সফল হতে দেয়নি। তার অসম্পূর্ণ কাজ বর্তমানে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল