কক্সবাজারের উখিয়ায় নানা আয়োজনে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিন পালিত হয়েছে।
সকালে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় কর্মসূচি। এরপর উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের চৌধুরী পাড়া উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উখিয়া উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
পরবর্তীতে চৌধুরী পাড়া এতিমখানায় এতিমদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কেটে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
বিকালে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু, বাংলাদেশ মুক্তিযুদ্ধ এবং শেখ হাসিনা; বিষয়ের ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রায় ২০০ ছাত্র-ছাত্রী অংশ নেন। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী।
বিডিপ্রতিদিন/কবিরুল