মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু বাঙ্গালির এক এবং অভিন্ন চেতনার নাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্বের চেতনা ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভায় জাতীয় সংসদের সংরক্ষিত আসন-১৫ এর সংসদ সদস্য সুলতানা নাদিয়া এসব কথা বলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন দাদুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবিরসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল