বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুস সাত্তার শেখ (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি দৈবজ্ঞহাটি ইউনিয়নের গাবগাছিয়া গ্রামের কাদের শেখের ছেলে। শনিবার বিকেল ৪ টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের তুলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বৃদ্ধ সাত্তার শেখ ও একই গ্রামের হাফিজুল শেখ (৫০) রাস্তা পার হচ্ছিল। ওই সময় মোরেলগঞ্জ থেকে খুলনাগামী একটি পিকআপ ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। দ্রুত তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টায় চিকিৎসাধীন অবস্থায় সাত্তার শেখ মৃত্যুবরণ করেন।
এ ঘটনার সত্যতা স্বীকার করে থানার সেকেন্ড অফিসার এসআই শুভঙ্কর বলেন, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। দুর্ঘটনাকবলিত পিকআপটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।
বিডি প্রতিদিন/এএম