জামালপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে অসহায় ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
শনিবার শহরের ফিসাড়ী এলাকায় ব্যক্তিগত কার্যালয় থেকে জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন অসহায় ও অসচ্ছল ব্যক্তিদের হাতে চেক তুলে দেন।
এ সময় সদর উপজেলা চেয়ারম্যান মো. আবুল হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিটুস লরেন্স চিরান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে ২১ জন অসহায় ও অসচ্ছল ব্যক্তির মাঝে ৯ লাখ ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর