গাজীপুরের শ্রীপুরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে সহকর্মীকে হত্যার অভিযোগ উঠেছে আরেক শ্রমিকের বিরুদ্ধে। শনিবার ভোর পৌনে ছয়টার দিকে শ্রীপুর পৌরসভার মাধখলা এলাকায় কারখানার ভেতর ওই ঘটনা ঘটে। এদিকে কারখানা কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় নিহত শ্রমিকের বন্ধুকে আটক করেছে পুলিশ।
নিহত অপু দেওয়ান (১৯) মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার পূর্ব শিয়ালদী গ্রামের পলাশ দেওয়ানের ছেলে। এ ঘটনায় আটককৃত অপুর বন্ধু মো. রাজু (১৬) দিনাজপুরের ফুলবাড়িয়া উপজেলার মধ্যমপাড়া গ্রামের জনাব আলীর ছেলে।
জানা যায়, দুই বন্ধুর মধ্যে প্রথমে রাজুকে কম্প্রেসার মেশিন দিয়ে পায়ুপথে বাতাস দেয় অপু, পরে রাজু অপুকে পায়ুপথে বাতাস দিতে গেলে অতিরিক্ত বাতাস ঢুকে পেট অস্বাভাবিক ভাবে ফুলতে শুরু করলে তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে দশটার দিকে তার মৃত্যু হয়েছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. জাবেদ পাটোয়ারী বলেন, শিশুর অবস্থা অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার ওসি (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভুইয়া জানান, ঘটনাটি জানার পর কারখানায় গিয়ে অভিযুক্ত রাজুকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম