নামে চাকলের বিল হলেও ধান, পাট, রসুনসহ হরেক রকমের ফসল ফলে সেখানে। এ ফসলকে ঘিরেই নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ও চাপিলা ইউনিয়নের ৪-৫টি গ্রামের মানুষের আর্থিক চাকা সচল থাকে। সেই বিলটিতে এবার পুকুর খননের উদ্যোগ নিয়েছে মাহবুবুর রহমান নামে এক ব্যক্তি।
শনিবার দুপুরে ওই পুকুর খনন বন্ধে ও কৃষি জমিগুলো রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকার কৃষকরা।
মনববন্ধনে বক্তব্য রাখেন কৃষক আবু বক্কর, কাঞ্চন বিবি, আইয়ুব আলী, সিদ্দিক আলী, আলাউদ্দিন, গফুর মিয়া, জিন্নাহ আলী, আরিফুল ইসলাম ও হাফেজ উদ্দিন।
তারা অভিযোগ করে বলেন, নিয়ম-নীতির তোয়াক্কা না করে চাকলবিলের প্রায় ৬ বিঘা জমিতে পুকুর খননের প্রস্তুতি নিয়েছেন মাহবুবুর রহমান। এই পুকুর খনন হলে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হবে। তখন আর ফসল ফলানো যাবে না। এলাকার কৃষকরা ক্ষতির মুখে পড়বে। কৃষি জমি ও কৃষকদের ক্ষতির প্রতিবাদেই কৃষকরা মানববন্ধন কর্মসূচি করতে বাধ্য হয়েছেন। কারণ চাকলবিলে প্রায় ৪ হাজার হেক্টর কৃষি জমি রয়েছে।
অভিযুক্ত মাহাবুবুর রহমান দাবি করেন, তার জমির সাথেই একটি পুকুর রয়েছে। এ কারণে তার ৬ বিঘা জমিতে ঠিকমত ফসল হয় না। বাধ্য হয়ে পুকুর খননের উদ্যোগ নিয়েছেন তিনি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমাল হোসেন বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন