বরগুনার আমতলি উপজেলার তারিকাটা গ্রাম থেকে শনিবার রাতে হত্যা মামলার পলাতক আসামি বাহাদুর (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প সদস্যরা।
র্যাব-৮ ক্যাম্পের এক প্রেস বিজ্ঞতিতে জানানো হয়, শনিবার গভীর রাতে কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে র্যাবের আভিযান দল জানতে পারে আসামি বাহাদুর আমতলীর তারিকাটা গ্রামে আত্মগোপনে আছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বাহাদুর আমতলীর শারিকখালি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বলে জানা যায়। র্যাব গ্রেফতারকৃত বাহাদুরকে আমতলি থানায় সোপর্দ করে।
শনিবার রাতে অপর এক অভিযানে র্যাব আমতলি উপজেলার দক্ষিণ আমতলির লোছা গ্রাম থেকে ৭৮ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম সজীব(২০) নামে এক শিক্ষার্থীকে আটক করে। র্যাব, জানায় সজীব শিক্ষার্থী হলেও নিয়মিত মাদক কেনা-বেচার সাথে জড়িত বলে স্বীকার করেছে। সজীবের বিরুদ্ধে আমতলি থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন