দীর্ঘ একযুগ পর অনুষ্ঠিত হলো নরসিংদীর ঐতিহ্যবাহী সোনার বাংলা কটন মিলস্ লিমিটেড সমবায় সমিতির নির্বাচন। নানা জটিলতায় দফায় দফায় বন্ধ হওয়ার ১২ বছর পর আজ রবিবার সকালে সমবায় সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৫১ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সোনার বাংলা সমবায় কটন মিলস্ লি. এর ২৫তম সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক। এছাড়াও কমিটিতে আট সদস্যের সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন।
সহ-সভাপতি হিসিবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আওরাদ হোসেন ও জাকির হোসেন। পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সিরাজুল ইসলাম, মো. আলমঙ্গীর হোসেন চৌধুরী, মো. মোমেন খান, মোহাম্মদ মনোয়ার হোসেন ও দেলোয়ার হোসেন। তারা সকলেই নিবার্চনে বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত অন্তর্বতি ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা সমবায় প্রশিক্ষন ইন্সটিটিউটের অধ্যক্ষ আশরাফুল ইসলাম জানান, নির্বাচনের বিধি মোতাবেক মনোনয়নপত্র বিক্রির নির্ধারিত দিনে ২৩ জন মনোনয়নপত্র ক্রয় করলেও নির্ধারিত দিনে ৮টি পদের বিপরীতে আটজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এতে পদের বিপরিতে প্রতিদ্বন্দ্বি না থাকায় সকলেই বিনা প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছেন। আজ নির্বাচনের নির্ধারিত দিনে আয়োজিত বিশেষ সাধারণ সভার মধ্যদিয়ে নব-নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করলাম।
নব-নির্বাচিত সভাপতি ও মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন মানিক জানান, দীর্ঘ ১২ বছর ধরে নানা জটিলতায় নির্বাচন হয়নি ঐতিহ্যবাহী এই কটন মিল্স সমবায় সমিতিটিতে। ৩ বছরের জন্য নতুন কমিটিতে দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। সকলের সহযোগিতা পেলে সমিতির যত সমস্যা রয়েছে সমাধানের পাশাপাশি সদস্যদের কল্যানে নিজেকে বিলিয়ে দেব।
এসময় সমবায় কার্যালয়ের ঢাকা বিভাগী যুগ্ন নিবন্ধক ও সোনার বাংলা সমবায় কটন মিলস্ লিমিটেড নির্বাচন কমিটির সভাপতি রিয়াজুল কবির, সদস্য ও উপ-সহকারী নিবন্ধক জহিরুল হক, সদস্য ও জেলা সমবায় অফিসার শিহাব উদ্দিনসহ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১৯৫১ সালে প্রতিষ্ঠিত সোনার বাংলা কটন মিলস্ লি. এর ১৩শ সদস্যের মধ্যে ৮৮৪ জন ভোটার রয়েছেন।
বিডি প্রতিদিন/এএ