গাজীপুরের টঙ্গী মিলগেট কো-অপারেটিভ মার্কেট এলাকা থেকে ফারজানা আক্তার ফারিয়া (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পশ্চিম থানা পুলিশ। আজ রবিবার দুপুরে ওই এলাকার সিরাজ-উদ-দৌলার বাড়ি থেকে লাশটি উদ্ধার করে গাজীপুর মর্গে প্রেরণ করা হয়।
নিহত ফারজানা শরিয়তপুর জেলার সফিপুর থানার চরভাগাডালি কান্দি গ্রামের ইলিয়াস সরকারের মেয়ে এবং গাজীপুর সিটির করপোরেশন ৫৫নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি শামীম আলমের স্ত্রী। সাংসারিক জীবনে তাদের ৫ মাস বয়সের সফি নামের এক পুত্র সন্তান রয়েছে।
ভাড়াটিয়ারা জানায়, পরিবার পরিজন নিয়ে শামীম দীর্ঘদিন যাবত ওই বাড়ির ৩য় তলার ভাড়া বাসায় বসবাস করে আসছেন। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই সাংসারিক খুঁটিনাটি বিষয়াদি নিয়ে ঝগড়া লেগে থাকতো। এরই জের ধরে শনিবার (২ এপ্রিল) দিবাগত রাতে শামীম সেহরি খেলেও ফারজানা খাননি। সকালে তিনি শিশুপুত্রকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। তার স্বামী শামীম সকালে কাঁচাবাজার নিয়ে বাসায় এসে দেখেন তাদের ছেলে সফি কান্না করছে এবং স্ত্রী শুয়ে আছে। এসময় তিনি ছেলেকে কোলে নেওয়ার জন্য স্ত্রীকে বলেন। এতে ফারজানা ক্ষুব্ধ হয়ে তার শয়নকক্ষে ঢোকে দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগায়। একপর্যায়ে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে শামীম চিৎকার শুরু করেন। পরে বাড়ির মালিকের ছেলেরা এসে দরজা ভেঙ্গে ফারজানার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট এলে বলা যাবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ