নোয়াখালীর চাটখিলে অপহরণের পর আসমা আক্তার (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় নিহতের চাচাতো ভাই শাহাদাত হোসেনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। শিশুটিকে অপহরণ করে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার পর বস্তাবন্দী করে লাশ সেফটি ট্যাংকির ওপর ফেলে দেয় শাহাদাত।
রবিবার দুপুরে এ বিষয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। এরআগে শনিবার রাত দেড়টার দিকে মেঘা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শাহাদাত হোসেন মেঘা গ্রামের বাবুলের ছেলে।
পুলিশ জানায়, গত ২৪ মার্চ (বৃহস্পতিবার) দুপুরের দিকে আসমা আক্তার নিখোঁজ হয়। তাকে না পেয়ে পরের দিন চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি করেন শিশুটির বাবা। এরপর পুলিশ ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজ করেও আসমার সন্ধান পায়নি। ঘটনার তদন্ত করতে গিয়ে শাহাদাতের গতিবিধি ও আচার-আচারণ সন্দেহজনক হওয়ায় তাকে নজরদারিতে রাখে পুলিশ। এর সূত্র ধরে শনিবার শাহাদাতকে আটক করা হয়, পরে তাকে জিজ্ঞাসাবাদে রাতে সে স্বীকার করে আসমাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে লাশ বস্তাবন্দি করে সেফটি ট্যাংকের পাশে রেখে দেয়।
এ বিষয়ে জানতে চাইলে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি শিশু আছমাকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণ করে হত্যা করে। তারপর লাশ বাড়ির শৌচাগারের ট্যাংকে পেলে দেয়।
বিডি প্রতিদিন/এএম