বাগেরহাটে শনিবার রাতে দুটি সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছে। রামপাল উপজেলার খুলনা মোংলা মহাসড়কের বাবুর বাড়ী এলাকার মোংলায় আসার পথে গতকাল শনিবার রাত ৮টার দিকে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
নিহতরা হলেন মোংলা উপজেলার দ্বিগরাজ এলাকার জাহাঙ্গীর হোসেন (৫৫) ও তার স্ত্রী রেহেনা বেগম (৪৫)। তারা খুলনা থেকে মোটরসাইকেলে করে মোংলার উদ্দেশে ফিরছিলেন।
একইদিন সন্ধ্যায় সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জের তুলাতলা এলাকায় সড়ক পার হওয়ার সময় পিকআপ চাপায় আব্দুস সাত্তার শেখ (৮৫) নানে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত সাত্তার শেখ মোরেলগঞ্জ উপজেলার গাবগাছিয়া গ্রামের কাদের শেখের ছেলে।
পুলিশ ঘাতক ট্রাক ও পিকআপ আটক করেছে। তবে চালক ও হেলপাররা পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/ফারজানা