চা বাগানের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত চা শ্রমিক শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার শ্রীমঙ্গলে ভাড়াউড়া ডিভিশনের ভুরভুরিয়া চা বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ চা বোর্ড থেকে দেশের চা বাগানসমূহে কর্মরত শ্রমিক সন্তানদের মধ্যে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
বাংলাদেশ চা বাগান শ্রমিক শিক্ষা ট্রাস্ট ফান্ড হতে শ্রমিক সন্তানদের হাতে বৃত্তির চেক তুলে দেন চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের ভারপ্রাপ্ত পরিচালক ড. এ কে এম রফিকুল হক।
চা বোর্ড সূত্রে জানা জায়, এবছর দেশের ৯৮টি চা বাগানের ১ হাজার ৯৮২ জন মেধাবী শ্রমিক সন্তানদের মধ্যে ১১ লাখ ৩০ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে। এই বৃত্তির আওতায় রয়েছে প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। শ্রমিক সন্তানদের শিক্ষা গ্রহণে উৎসাহ এবং তাদের শিক্ষার মানোন্নয়নে চা বোর্ড এই বৃত্তিমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।
বৃত্তির চেক হস্তান্তর অনুষ্ঠনে বক্তব্য দেন প্রকল্প উন্নয়ন ইউনিটের সহকারী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জান আকন্দ, ভাড়াউড়া চা বাগানের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) জিএম শিবলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাড়াউড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ