জয়পুরহাটের কালাইয়ে আগুন লেগে চারটি বাড়ি পুড়ে গেছে। সোমবার রাতে উপজেলার মুড়াইল গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ওই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার সকালে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্ল্যা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্যের আশ্বাস দিয়েছেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় মুড়াইল গ্রামের মোতালেব হোসেন, আব্দুল মজিদ, মোফাজ্জল হোসেন ও সালমা বেগমের বসতবাড়ির টিনের চালা থেকে শুরু করে ঘরে সকল প্রকার আসবাবপত্র পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, রাতে অগ্নিকাণ্ডে ওই চার বাড়িতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আহম্মেদাবাদ ইউনিয়নের সাবেক সদস্য ওই গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, রাত সাড়ে ১১টার দিকে প্রথমে মোতালেবের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে সেখান থেকে আশপাশের আরও তিনজনের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। কালাই ও ক্ষেতলালের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই চার বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি বসতবাড়ি পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা যাচ্ছে না।
বিডি প্রতিদিন/এমআই