লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন এমপি এ কমিটি ঘোষণা করেন।
রায়পুর উপজেলা আওয়ামী লীগের নতুন সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ। আর সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান। কমিটির অন্যান্য নেতারা হলেন-সিনিয়র সহ-সভাপতি কাজী ইসমাইল খোকন, সহ-সভাপতি শাজাহান চেয়ারম্যান, কাজী গুলজার, হারুনুর রশিদ, দেলোয়ার হোসেন, তোফাজ্জাল হোসেন চেয়ারম্যান ও সাঈদুন বাকী।
যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রুবেল ভাট, শফিক খান, কামরুল হাসান রুবেল। সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মারুফ বিন জাকারিয়া, তানভীর রিংকু ও শফিউল আজম সুমন।
প্রচার সম্পাদক শরীফ হোসেন খোকন, শিক্ষা ও গবেষণা সম্পাদক রিফাত হোসেন জিকু। রায়পুর মার্চ্চেন্টস একাডেমীর মাঠে ১৯ বছর পর রায়পুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলো।
বিডি প্রতিদিন/এমআই