দীর্ঘ ৯ বছর পর বর্ণাঢ্য আয়োজনে সম্মেলনের মাধ্যমে হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আগামী ৩ বছরের জন্য নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হালুয়াঘাট পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক খায়রুল আলম ভূঁইয়া (খুররম)।
এছাড়াও বর্তমান কমিটিতে চার জন সহ-সভাপতির নাম ঘোষণা করা হয়। মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের ২য় পর্যায়ে কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী প্রার্থীদের নিয়ে ঘণ্টাব্যাপী আলোচনা শেষে সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত) শফিউল আলম চৌধুরী নাদেল কমিটির আংশিক নাম ঘোষণা করেন। এর আগে ১ম অধিবেশন শেষে ২০১৩ সালের কাউন্সিলে ঘোষিত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
সম্মেলনের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেংসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও সম্মেলনে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের সম্মেলনে প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সভাপতি প্রমোদ মানকিন এবং সাবেক অধ্যক্ষ খোরশিদ আলম ভূঁইয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৬ সালে প্রমোদ মানকিনের মৃত্যু হলে বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ ভারপ্রাপ্ত সভাপতি এবং ২০১৭ সালে সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভূঁইয়ার মৃত্যু হলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে অধ্যক্ষ আব্দুর রশিদ দায়িত্বভার গ্রহণ করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর