বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর সেই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছে বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, বঙ্গবন্ধু নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থেকে কাজ করে গেছেন, সেই বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াচ্ছে। সেই হিসাবে বাংলাদেশ আজ বিশ্বের কাছে একটি মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩১ মে) বিকেল ৫টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে আয়োজিত হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, স্বাধীনতা বিরোধীরা মনে করেছিল বঙ্গবন্ধু বেঁচে থাকলে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলতে পারবে না। সন্ত্রাস আর ষড়যন্ত্র করে অরাজকতা সৃষ্টির মাধ্যমে সরকারকে উৎখাত করে ফেলার নিল নকশা বাংলাদেশ আওয়ামী লীগের একটি নেতাকর্মীও বেঁচে থাকতে বাস্তবায়ন হবে না। আওয়ামী লীগ দুর্নীতিবাজদের কোনো প্রকার আশ্রয় দেয় না। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ ও লক্ষাধিক মানুষের আশ্রয়নের ব্যবস্থা করে অনন্য এক নজির গড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেংসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল