নারায়ণগঞ্জের রূপগঞ্জের যাত্রামুড়া থেকে অপহরণ করা এক কিশোরকে সোমবার উদ্ধার করা হয়েছে। এসময় ১ জন অপহরণকারীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। অপহৃত কিশোরের নাম নাঈম (১২)।
আটককৃত অপহরণকারী হলেন- বগুড়া জেলার সোনাতলা উপজেলার মধ্য দিঘলকান্দি এলাকার মো. মাসুদ প্রামানিকের ছেলে শাওন প্রামানিক (১৯)। পলাতক রয়েছে আরও ২ জন অপহরণকারী। তারা হল- যাত্রামুড়া এলাকার রেজা মিয়ার ছেলে পিঞ্জল (১৯), বেঁড়িবাধ এলাকার আবু ছিদ্দিকের ছেলে ইমামুল (১৮), বর্তমানে তারা যাত্রামুড়া বেড়িবাধ সুইচ গেইট এলাকায় থাকে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, অপহৃত কিশোর নাঈমকে উদ্ধার করে পরিবারের কাছে দেয়া হয়েছে।অপহরণকারীকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম