‘পুষ্টি, পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প’ প্রতিপাদ্যকে সামনে রেখে আশ্রয়ন প্রকল্পের শিশুদের দুধ খাওয়ানোর মধ্য দিয়ে টাঙ্গাইলে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে বাউসা আশ্রয়ন প্রকল্পে জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. রানা মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্জাহান আনছারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা দুধের পুষ্টিগুণ নিয়ে আলোচনা করেন। প্রজেক্টর এর মাধ্যমে বিভিন্নভাবে দুগ্ধ ও দুগ্ধ জাতীয় খাবার এর গুরুত্ব ও প্রয়োজনীয় তুলে ধরেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ