জামালপুরের মাদারগঞ্জে বিষাক্ত অ্যালকোহল পান করে ২ জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অসুস্থ রয়েছেন আরও দুইজন। মাদারগঞ্জ উপজেলার তেঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাতে মাদারগঞ্জের তেঘরিয়া বাজারের একটি ওষুধের দোকান থেকে হাফিজুর, ইমরান হাসান, রবীন্দ্র রবী দাস ও উবায়দুল্লাহ নামে ৪ ব্যক্তি অ্যালকোহল কিনে পান করেন। মঙ্গলবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদেরকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এর মধ্যে হাফিজুর (৭০) ও ইমরান হাসানের (৩৫) শারীরিক অবস্থার অবনতি হলে রাতে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। অসুস্থ রবীন্দ্র রবী দাস ও উবায়দুল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে বুধবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
বিডিপ্রতিদিনি/কবিরুল