বরিশালের চালের বাজার স্থিতিশীল রাখতে এবং অবৈধ মজুদ প্রতিরোধে পৃথক অভিযান চালিয়েছে খাদ্য অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ৫টি প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বুধবার সকাল ১১টার দিকে নগরীর ফরিয়াপট্টি এলাকায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় চালের আড়তে মূল্য তালিকা না থাকা ও অতিরিক্ত দামে চাল বিক্রি করায় ৪টি প্রতিষ্ঠানকে ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে বেলা ১২টায় জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত নগরীর বাকলার মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় একটি দোকানে চালের অতিরিক্ত মূল্য রাখায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় ওই দোকান থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়।
বিডি প্রতিদিন/এএম