বাগেরহাটের মোংলায় জাহাজ থেকে চুরি করে আনার সময় সাড় ৫ হাজার লিটার ডিজেলসহ একটি স্টিল বোট জব্দ করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে মোংলা বন্দরের পশুর চ্যানেলে অভিযান চালিয়ে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের সদস্যরা এই চোরাই তেল জব্দ করে। তবে কোনো পাচারকারীকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম মামুনুর রহমান জানান, মঙ্গলবার গভীর রাতে মোংলা বন্দরের পশুর চ্যানেলে অভিযান চালিয়ে জাহাজ থেকে চুরি করে আনার সময় সাড় ৫ হাজার লিটার ডিজেলসহ একটি স্টিল বোট জব্দ করা হয়েছে। এ সময়ে জাহাজে ব্যবহৃত এক হাজার মিটার একটি রশিও জব্দ করা হয়।
পরে কোস্টগার্ডের উপস্থিতি দেখতে পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধার হওয়া মালামালের বিষয়ে আইনি ব্যবস্থা নিতে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর