ময়মনসিংহের ফুলপুরে মাদকসহ বিভিন্ন মামলার ছয়জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন-আবুল মুনসুর, মোহাম্মদ সেলিম মিয়া, মোজাম্মেল হক, মঞ্জুরুল হক, আবুল কাশেম ও শেখ ফরিদ। তাদের মধ্যে দুজন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের আসামি, তিনজন জিআর ওয়ারেন্টের আসামি ও একজন মাদকদ্রব্যের নিয়মিত মামলার আসামি।
এ ব্যাপারে ফুলপুর থানার ওসি (তদন্ত) আব্দুল মোতালিব চৌধুরী বলেন, গ্রেফতার আসামিদেরকে শনিবার দুপুরে ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই