বাংলাদেশের বিদ্যমান আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখতে বগুড়ায় সদর উপজেলায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সমাবেশের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পালের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সরাফত ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক ও বগুড়া ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. শাহজাহান আলী।
আরও বক্তব্য রাখেন জেলা ইমাম সমিতির সেক্রেটারি মাওলানা মো. মোস্তাকিম হোসাইন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি বাবু সাগর কুমার রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ বগুড়া জেলার সভাপতি ডা. এন সি বাড়ই, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, প্রবীর বড়ুয়া, বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর ও বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সাধারণ সম্পাদক গৌতম কুমার দাস।
প্রথমে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে সমাবেশের শুভ উদ্বোধন করেন। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই