আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এতে আখচাষীদের আগ্রহ বেড়েছে। আখের দাম বাড়ানোর পর কৃষকরা আশার আলো দেখেছেন। আখের উৎপাদন বাড়লে মাড়াই বন্ধ থাকা চিনিকলগুলোতেও মাড়াই শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা।
শনিবার সকাল থেকে শিল্প সচিব জাকিয়া সুলতানা চুয়াডাঙ্গার দর্শনার কেরু এন্ড কোম্পানির ডিস্টিলারিসহ কেরু এন্ড কোম্পানি এলাকা ঘুরে দেখা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত মন্তব্য করেন।
চুয়াডাঙ্গার দর্শনার কেরু চিনিকল প্রসঙ্গে তিনি বলেন, কেরু অটোমেশন করা হচ্ছে। বিএমআরই করা হচ্ছে। অনেক দিন আগেই কেরু বিএমআরই করা দরকার ছিল। আমরা অটোমেশনে যাচ্ছি এবং বিএমআরই করছি সুগার মিল। কেরু যদি লিকার ইন্ডাস্ট্রিতে অটোমেশন হয় তাহলে উৎপাদন দ্বিগুণ হবে বলে আশা করা যায়।
শিল্প সচিব ছাড়াও এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমান অপু। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্ত।
কেরু চিনিকল পরিদর্শনের আগে শিল্প সচিব সদর উপজেলার আড়িয়া গ্রামে আখের উৎপাদন বৃদ্ধি প্রকল্প পরিদর্শন করেন। পরে সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামে আখ রোপণ উদ্বোধন করেন।
বিডি প্রতিদিন/ফারজানা