মেহেরপুর সদর ও গাংনী উপজেলার পৃথক দুটি ধর্ষণের ঘটনায় সুষ্ঠ তদন্তসহ আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে মানবউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে আমঝুপির মউক হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন মানবউন্নয়ন কেন্দ্র ( মউক) এর নির্বাহী প্রধান ও জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম মেহেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক আশাদুজ্জামান সেলিম, জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সমন্বয়ক সাদ আহম্মেদ, নির্যাতিতার মামা চম্পা খাতুন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ২৪ আগস্ট মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দীর্ঘসময় অতিক্রম হলেও এখনও পর্যন্ত তিন জন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এছাড়া ওই নবম শ্রেণির ছাত্রী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা বাড়িতে অবরুদ্ধ হয়ে রয়েছে। অপরদিকে ৩১ আগস্ট গাংনী উপজেলার ভবানিপুর গ্রামের এক প্রতিবন্ধী নারীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। থানা পুলিশ মামলা নিতে অনেক দেরি করেছে। এর তদন্তও চলছে ধীরগতিতেভ। এ দুই নারীকে ধর্ষণের আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বিডি প্রতিদিন/ফারজানা