বরিশালে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় নগরীর অভিজাত গ্র্যান্ডপার্ক হোটেলের গাউথ গেট বলরুমে এই অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ে অপরাজিতাদের সাথে মতবিনিময় করেন স্থানীয় দুই সংসদ সদস্য।
অনুষ্ঠানে অতিথি ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য মো. শাহেআলম ও সংরক্ষিত সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার খন্দকার আনোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। সভায় মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প রানী চক্রবর্তী, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, নারী সংগঠক ফৌজিয়া খন্দকার ও ঝালকাঠি সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালীসহ তৃণমূল পর্যায়ের অপরাজিতা নারীরা অংশগ্রহণ করেন।
সভায় অতিথি ও আলোচকরা বলেন, নারীর ক্ষমতায়নের জন্য তাদের অর্থনৈতিক সমৃদ্ধি দরকার। তাদের শিক্ষা ও সংস্কৃতিতে যোগ্য হয়ে উঠতে হবে। একই সাথে নারীর ক্ষমতায়নের জন্য পুরুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার।
বিডি প্রতিদিন/আবু জাফর