ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ ফারুক হোসেন জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা করেছেন। শনিবার দুপুর সাড়ে ১২টায় শহরের আলীপুরস্থ শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্সে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, আওয়ামী লীগ নেতা ঝর্না হাসান, খলিফা কামাল উদ্দিন, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, মধুখালী উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, মধুখালী পৌর মেয়র মোরশেদ লিমন, মধুখালী উপজেরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ ফারুক হোসেনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই মতবিনিময় সভায় জেলার ৯টি উপজেলা ও ৬টি পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। সভা থেকে বক্তারা আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে জয়ী করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।
বিডি প্রতিদিন/এমআই