চাঁদপুরের শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের বেপারী বাড়ির সামনে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- উপজেলার হোসেনপুর গ্রামের মুন্সি বাড়ির সোহাগ হোসেন (৩৫) ও একই গ্রামের লিটন হোসেন (১৯)।
পুলিশ জানান, ঘটনার সময় ১৪ জন কাঠমিস্ত্রি ওই গ্রামের মুন্সি বাড়ির ওসমান গনীর বাড়ি থেকে পুরনো একটি ঘর পার্শ্ববর্তী বেপারী বাড়িতে শরবত আলীর ভিটায় নিচ্ছিলেন। এসময় বেপারী বাড়ির সামনে ঘরের একটি টিনের চাল পল্লী বিদ্যুতের তারে লেগে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জন আহত হন।
তাদেরকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। আহতরা হলেন- মুন্সি বাড়ির দেলোয়ার হোসেন (৫০), তালুকদার বাড়ির আক্কাস (৪৫), ঠাকুর বাড়ির আবুল কাশেম (৩৫) ও বেপারী বাড়ির সোহাগ মিয়া (৩০)।
স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু ও ৪ জন আহত হয়েছে। এ ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারজানা ইয়াসমিন জানান, হাসপাতালে দু’জনকে মৃত: অবস্থায় আনা হয়েছে। আহত ৪ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
শাহরাস্তি মডেল থানার এসআই রোকন উদ্দিন জানান, দু’জনের লাশের সুরতহাল সম্পন্ন হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম