ময়মনসিংহের ফুলপুরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে 'সামাজিক সম্প্রীতি কমিটি'র উদ্যোগে বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকারের উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, ওসি আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, আমুয়াকান্দা বাজার জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মেরাজুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার সাদেকুল ইসলাম, ছনধরা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পরিতোষ দত্ত, উপজেলা পূজা কমিটির সভাপতি দেবল সাহা, নগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ব্রাহ্মণ পুরোহিত উত্তম লাহিড়ী প্রমুখ।
এসময় বিভিন্ন মসজিদের ইমাম, মাদরাসার শিক্ষক, পূজা কমিটির নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, উলামায়ে কেরাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল