কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর। এ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা করছেন গণ-সংযোগ, উঠান বৈঠক। যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি, করছেন ভোট প্রার্থনা। এ নির্বাচনে সাধারণ জনগণ ভোটার না থাকায় মাঠ পর্যায়ে নির্বাচনের তেমন একটা আমেজ নেই। তারপরও প্রার্থীরা চালাচ্ছেন প্রচারণা।
এ নির্বাচনে ভোটার হচ্ছেন ইউপি চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার, পৌর মেয়র, কাউন্সিলরগণ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ। মেঘনা ১নং ওয়ার্ডে জেলা পরিষদ নির্বাচনে ৪ জন সদস্য প্রার্থী হয়েছেন। এর মধ্যে সাবেক ছাত্রলীগ নেতা, মেঘনা উপজেলা শেখ রাসেল পরিষদের সভাপতি কাইয়ূম হোসাঈন নিয়মিত প্রচার প্রচারণা চালিয়ে আসছেন। তার পাশাপাশি মেঘনা উপজেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক এমরান হোসেন আকাশও প্রচার প্রচারণা চালাচ্ছেন।
বিডি প্রতিদিন/হিমেল