টাঙ্গাইলের ধনবাড়ীতে একটি ক্রস জাতের গাভী একই সাথে দুইটি ষাঁড় বাছুরের জন্ম দিয়েছে। উপজেলার পাইস্কা ইউনিয়নের কয়ড়া মধ্যেপাড়া গ্রামের কৃষক শামছুল হকের গাভীটি এ দুই বাছুর জন্ম দেয়।
গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে গাভীটি দুই বাছুর জন্ম দিলে বিষয়টি একালায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। উৎসুক এলাকাবাসী বাছুর দু'টি দেখেতে কৃষক শামছুল হকের বাড়িতে ভিড় জমায়।
গাভীর মালিক শামছুল হক বলেন, এ গাভীটি ছোট থেকে লালন-পালন করে আসছি। গাভীটি স্থানীয় চিকিৎসক দিয়ে বাড়িতেই প্রজনন করা হয়েছিল। গতকাল মঙ্গলবার সকালে গাভীটি দুইটি বাছুরের জন্ম দেয়।
তিনি আরও বলেন, বাছুর দুটি সাদা-কালো রঙের। দেখতে খুব সুন্দর হয়েছে। বাছুর দেখতে এলাকার লোকজন ভিড় করছে। এক সাথে দুইটি একই রঙের ষাঁড় বাছুর পেয়েছি আমি অনেক খুশি। গাভী ও বাছুরগুলো সুস্থ রয়েছে।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ গোলাম মোর্শেদ বলেন, ‘গাভী স্বাভাবিকভাবে সাধারণত একটি বাছুর জন্ম দিয়ে থাকে। অনেক সময় কোন গাভী দুটি বাছুরও জন্ম দেয়। তবে এটা অস্বাভাবিক কিছু নয়।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ