বরগুনায় স্বাস্থ্য অধিকারে তরুণ নেতৃত্ব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য বিষয়ক নাগরিক মঞ্চ বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় জাগোনারীর উদ্যোগে দুই দিনব্যাপী 'স্বাস্থ্য অধিকারে তরুণ নেতৃত্ব' বিষয়ক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মঙ্গল ও বুধবার প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের জেলা সভাপতি মো. হাসানুর রহমান। প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন ওমর ফারুক। প্রশিক্ষণে দেশের স্বাস্থ্যখাতের সমস্যা সমাধানে তরুণ সমাজের করণীয়, স্থানীয়ভাবে স্বাস্থ্য সেবা ক্ষেত্রে সমস্যা চিহ্নিত করে সমাধানে নাগরিকদের সমন্বয় সমাধানের উদ্যোগ গ্রহণ, স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে সমস্যা সমাধানের পদক্ষেপ গ্রহণ, কমিউনিটি ক্লিনিক সমুহের চিকিৎসা সেবার বিষয় তদারকি এবং জেলা স্বাস্থ্য সেবা অধিকার ফোরামের সাথে আলোচনা করাসহ স্বাস্থ্যখাতের স্থানীয় উদ্যোগ গ্রহণ বিষয়ে ধারনা দেয়া হয়।
বিডি প্রতিদিন/হিমেল