মাগুরায় ২২৮ জন ক্যান্সার, কিডনী, লিভারসিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া-এ ৬টি রোগে আক্রান্ত রোগীদের মাঝে ১ কোটি ১৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে মাগুরা সমাজসেবা কর্তৃক এককালীন এ আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কর্মকর্তা আশাদুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার শহিদুল্লাহ দেওয়ান, জেলা আওয়ামী লীগ সভাপতি আ ফ মা আব্দুল ফাত্তাহ, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জাহিদুল ইসলাম, শহর সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম।
এ সময় প্রত্যেক রোগী ও তার স্বজনদের নিকট ৫০ হাজার করে ২২৮ জনকে ১ কোটি ১৪ লাখ টাকার চেক প্রদান করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধিন মাগুরা সমাজসেবা অধিদপ্তর এ আয়োজন করে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন