বিএনপি ও জামায়াতের মদদে সারা দেশে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ কলেজ ছাত্রলীগ এ কর্মসূচির আয়োজন করে।
আজ বুধবার সকাল ১১টায় গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ কলেজ চত্বর হতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা, রাজু খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামিম খান শাহানেওয়াজ, সাবেক সাংগঠনিক সম্পাদক সামিউল হক তনু, সদর উপজেলা ছাত্রলীগ আহবায়ক রকিবুল ইসলাম রানা, সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবু তাহের, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ওমর ফারুক খান রিপনসহ নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রলীগ ও বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা