ঝিনাইদহের হরিণাকুণ্ডের ফলসি গ্রামে সাপের কামড়ে দুলাল বারী (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আকবর আলীর ছেলে। এর আগে, মঙ্গলবার রাতে তাকে সাপে কামড় দেয় বলে জানান তার স্বজনরা।
স্বজন ও প্রতিবেশীরা জানায়, মঙ্গলবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন দুলাল বারী। এ সময় তাকে বিষধর একটি সাপে কামড় দেয়। পরিবার ও প্রতিবেশীরা টের পেয়ে স্থানীয় এক ওঝাকে ফোন দেয়। ওঝা মোবাইল ফোনেই ঝাড়ফুঁক দিয়ে সাপের বিষ নেমে গেছে বলে জানায় এবং ভাটির পাতা খাওয়াতে বলেন।
পরে কথিত ওই ওঝার কথা মতো স্বজনরা রোগীকে ভাটির পাতা খাওয়ান। তারপরও দুলালের অবস্থার উন্নতি না হওয়ায় বুধবার সকালে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
হরিণাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এমআই